Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল

যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং চলতি মাসের ২৭ তারিখ থেকে তা কার্যকরও হয়। সব মিলিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল।

শুক্রবার (২৯ আগস্ট) নয়াদিল্লির এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী পিযূষ। সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না তার দেশ। বরং নতুন বাজার খুঁজবে।

চলতি বছর ক্ষমতায় ফিরেই শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চান ট্রাম্প। কিন্তু দিল্লি তা দিতে নারাজ। নরেদ্র মোদি তার দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে চান।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রফতানি গন্তব্য। প্রায় ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য দেশটিতে রফতানি করে ভারত। বিশ্লেষকদের মতে, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাণিজ্যমন্ত্রী গয়াল বলেন, আগামীতে রফতানি খাতকে উজ্জীবিত করতে ভারত সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে এবং আগামীতে রফতানি আয় ২০২৪-২০২৫ সালকে ছাড়িয়ে যাবে।

/এটিএম

সর্বশেষ - আন্তর্জাতিক