প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের তামমুন শহরে ইসরায়েলি বাহিনী একটি পরিবারের ওপর গুলি চালায়, যার ফলে পাঁচজন আহত হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় সেনারা একটি অ্যাম্বুল্যান্সকেও লক্ষ্য করে গুলি চালায়।
এই ঘটনা গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটেছে। গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় অভিযানের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করা হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের রিপোর্ট অনুযায়ী, বোমার আঘাতে আগুন লেগে গেছে আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকার অস্থায়ী তাবুগুলোতে।
গাজা সিটি থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার টার্গেট চালানো হচ্ছে হামলা। এরই মধ্যে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ হাজার।
সূত্র: আল জাজিরা।
/এআই