ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত ট্যারিফের চাপে এবার যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শূন্য শুল্ক’র প্রস্তাব দিয়েছে ভারত। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ভারতের সাথে বহুবছর ধরে একতরফা বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির অতিরিক্ত শুল্কারোপের জেরে খুব কম মার্কিন পণ্য প্রবেশ করতো ভারতে। তাই কখনোই তেমন গভীর ছিল না দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক।
পোস্টে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্যের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ দফায় ৫০ শতাংশ শুল্কারোপের পর, চাপের মুখে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত বলেও উল্লেখ করেন তিনি। তবে এ নিয়ে এখনও কোনো পদক্ষেপের কথা ভাবেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে অবস্থান করছিলেন। এই সম্মেলনে শি জিনপিং ‘গ্লোবাল সাউথ’-কে অগ্রাধিকার দিয়ে একটি নতুন বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থার জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায় শীর্ষ সম্মেলনটি শুরুর আগে পুতিন এবং মোদি হাত ধরে শি জিন পিংয়ের দিকে উৎফুল্লতার সাথে এগিয়ে যান। পরে তিনজনই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং হাস্যোজ্জলভাবে আলাপচারিতায় মগ্ন ছিলেন।
উল্লেখ্য, নয়াদিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বেইজিং শীর্ষ সম্মেলনটি ব্যবহার করেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে আসা মোদি এবং শি রোববার একমত হয়েছেন যে, তাদের দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়ন অংশীদার। এ সময় পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নিজেদের মধ্যে আলোচনাও করেন প্রভাবশালী এই তিন নেতা।
তবে চীনে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র দফতর কিংবা হোয়াইট হাউস কোনও প্রকার সাড়া প্রদান করেনি।
/এএইচএম