ছবি: সংগৃহীত
গাজা সিটির ৪০ শতাংশ এখন ইসরায়েলের দখলে বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি নির্মূলের অজুহাতে তারা আরও বাড়াচ্ছে অভিযানের পরিধি। এদিকে, সব জিম্মিকে ফিরিয়ে দেয়ার শর্তে হামাস রাজি হলেও, সেই প্রস্তাব প্রত্যাখান করেছে ইসরায়েল। খবর, টাইমস অব ইসরায়েলের।
দীর্ঘদিন ধরে গাজা সিটির নিয়মিত দৃশ্য কল্পনা করলে সবার আগে উঠে আসে ধোঁয়ায় কালো আকাশ, স্বজন হারানোর বেদনায় ভারী বাতাস। ইসরায়েলি নারকীয়তায় কেউ হারাচ্ছেন মাথা গোঁজার ঠাই, কেউ প্রিয়জনকে জানাচ্ছেন চির বিদায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাসিন্দা।
এরইমধ্যে, নিন্দা-সমালোচনা উপেক্ষা করেই হামাসকে পুরোপুরি নির্মূলে আগ্রাসনের মাত্রা বৃদ্ধির ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রি জে এফি ডেফরিন বলেন, গাজা সিটির ৪০ শতাংশ দখল করে ফেলেছি আমরা। ভবিষ্যতে অভিযান আরও বিস্তৃত আর তীব্র হবে। কারণ- আইডিএফকে প্রতিহত করতে নামবেই হামাস। সেসময়, গোষ্ঠীটিকে পুরোপুরি ধ্বংসে বাড়ানো হবে চাপ।
গাজা’র স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, প্রতিদিন গড়ে অর্ধ-শতাধিক মানুষের প্রাণ যাচ্ছে ইসরায়েলি বর্বরতায়। যারা আহত হচ্ছেন, তারাও পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা।
গাজায় যুদ্ধবন্ধের শর্তে, একযোগে সব জিম্মিকে ফিরিয়ে দিতে রাজি হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ইসরায়েল। উল্টো জুড়ে দিয়েছে নতুন ৫ শর্ত। যার অন্যতম- হামাসের নিরস্ত্রীকরণ আর স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে ছাড়া প্রশাসন গঠন।
/এমএইচআর