প্রথমবারের মতো মন্ত্রীপরিষদে তিনজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ আর্যল। একই সঙ্গে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি। জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসিং। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খানাল।
দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারসহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিক্ষোভ-পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
/এসআইএন