যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই ক্যারিবিয়ান দ্বীপে চলছে ভেনেজুয়েলার সামরিক মহড়া। ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির মাঝেই উপকূলীয় ‘লা অরচিলা’ দ্বীপে এ আয়োজন করে কারকাস।
যুদ্ধজাহাজ, নৌযান, সামরিক বিমান, সমরাস্ত্র নিয়ে একযোগে স্থল-জল ও আকাশপথে তিন দিনব্যাপী এ মহড়ার আয়োজন করেছে মাদুরো প্রশাসন। ক্ষেপণাস্ত্র ও মিসাইল পরিচালনার পাশাপাশি চলছে রাত্রিকালীন সামরিক গেরিলা প্রশিক্ষণ।
ব্যাপক প্রস্তুতি নিয়ে আয়োজিত এ মহড়ায় অংশ নিয়েছে ২২টি ফাইটার জেট, ১২টি যুদ্ধজাহাজ এবং ২০টি ছোট নৌযান। দ্বীপজুড়ে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের পাশাপাশি প্রস্তুতি নেয়া হয়েছে ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের।
সূত্র: রয়টার্স।
/এআই