Swadhin News Logo
সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

যুক্তরাষ্ট্রের শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময়, শহর থেকে সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান তারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘অপরাধ দমন’ অভিযানের অংশ হিসেবে পথে পথে টহল দিচ্ছিলো ন্যাশনাল গার্ড এর সেনারা। এ সময় তাদের ঘিরে ধরে সাধারণ মানুষ। অভিবাসী বিষয়ক সংস্থা আইস এর বিরুদ্ধে স্লোগান দেন তারা। সেইসাথে, আইস এজেন্টদের চলে যাওয়ার দাবিও জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়নের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অপরাধ দমন অভিযান নামে আখ্যা দিয়েছেন এই পদক্ষেপকে। এ পর্যন্ত বিভিন্ন শহরে আটক হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।

অপরদিকে, অপরাধের কোনও রেকর্ড নেই, এমন অনেককেও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত