শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
বিবৃতিতে বলা হয়, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে- ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুই কর্মকর্তার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
এরইমাঝে নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল।
অপরদিকে, নেপালের সরকারবিরোধী আন্দোলনে চালানো প্রশাসনিক সহিংসতার তদন্তে তাদের বিরুদ্ধে একটি কমিশন গঠন করেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। তদন্তের জন্য যেকোনো সময় তলব করা হতে পারে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়া এই ৫ জনকে। তাই কাঠমান্ডুর বাইরে যেতে হলেও লাগবে অনুমতি। বিবৃতিতে এমনটাই জানায় তদন্ত কমিশন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা মারাত্মক দমন-পীড়নের পর দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারি দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন। বিক্ষোভকালে সংসদ ও সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভটি অলি সরকারের পতন ঘটায় এবং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
/এএইচএম