ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইমানুয়েল নাথি মথেথওয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্সটোয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী প্যারিসের একটি হোটলের নিচে ইমানুয়েল নাথি মথেথওয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস।
পুলিশ জানায়, হায়াত রিজেন্সি হোটেলের ২২ তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন ইমানুয়েল। ওই হোটেলের নিচেই তার মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন এই রাষ্ট্রদূতের স্ত্রী।
/এএম