বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যা দেখাচ্ছে যে প্রায় দুই বছর আগে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, প্রায় ২৫ শতাংশ আক্রান্ত শিশু তীব্র মানসিক যন্ত্রণায় রয়েছে। ইসরায়েলি হামলার কারণে ৫,০০০-এরও বেশি শিশু আঘাতপ্রাপ্ত হয়ে অঙ্গহানির শিকার হয়েছে।
নিউরো রিহ্যাবিলিটেশন ও অ্যালগোলজি বিশেষজ্ঞ ড. খামিস এলেসি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘যেসব শিশু তাদের অঙ্গ হারিয়েছে তারা মানসিক ট্রমায় ভুগছে, যা তাদের মস্তিষ্কে সারাজীবনের জন্য থাকবে।’
তিনি আরও যোগ করেন, ‘এই মর্মান্তিক পরিস্থিতিতে আরও বেদনাদায়ক; কারণ আহত শিশুগুলোর পিতামাতাদের তাদের আহত সন্তানকে কাঁধে বহন করতে হচ্ছে এবং জীবন বাঁচানোর জন্য পালাতে গিয়ে ১০ কিলমিটার (৬ মাইল) পথ হেঁটে যেতে হচ্ছে হাসপাতালে।’
সূত্র: আল জাজিরা।
/এআই