প্রেসিডেন্ট কাইস সাঈদকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে ‘অপমানজনক’ মন্তব্য করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তিউনিসিয়ার একটি আদালত। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন তার আইনজীবী ও একটি মানবাধিকার সংগঠন।
মানবাধিকার কর্মীরা জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম, সাবের শুশান (৫১)। তার আইনজীবী উসামা বুতেলজা জানান, শুশানকে ‘ভুয়া তথ্য প্রচারসহ’ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বুধবার এই রায় ঘোষণা করা হয়। রাজধানী তিউনিসের পূর্বাঞ্চলীয় শহর নাবেউলের একটি আদালত এ রায় ঘোষণা করে। আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে সাঈদ ডিক্রি ৫৪ কার্যকর করেন, যেখানে ‘ভুয়া তথ্য প্রচার’কে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ আইন বাকস্বাধীনতাকে দমন করছে।
ডিক্রি ৫৪-এর আওতায় সাঈদের সমালোচকদের মধ্যে ডজনখানেক ব্যক্তি কারাগারে আটক রয়েছেন। সমালোচকরা আরো অভিযোগ করেছেন, তিউনিসিয়ার বিচার বিভাগ রাজনৈতিক নির্দেশে কাজ করছে। তবে সাঈদ বারবার দাবি করেছেন আদালত স্বাধীন ও ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে।
/এটিএম