Swadhin News Logo
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘দোহায় ইসরায়েলি হামলায় আমার ছেলে শহীদ হয়েছে’

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৫, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
‘দোহায় ইসরায়েলি হামলায় আমার ছেলে শহীদ হয়েছে’

‘দোহায় ইসরায়েলি হামলায় আমার ছেলে শহীদ হয়েছে’

দোহায় ইসরায়েলি হামলায় নিজের ছেলেকে হারিয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর শীর্ষ নেতা খালিল আল-হায়্যা। কাতারের দোহায় ইসরায়েলি হামলার এক মাস পর নীরবতা ভাঙলেন হামাসের শীর্ষ এই নেতা।

জ্যেষ্ঠ এই কর্মকর্তা প্রায় এক মাস আগে কাতারে তার ওপর চালানো ব্যর্থ হত্যাচেষ্টার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে কাতারের সংবাদমাধ্যম আল-আরাবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি ওই হামলার বর্ণনা দেন এবং এতে নিহতদের কথা উল্লেখ করেন, যার মধ্যে তার ছেলে ছিলেন।

আল-হায়্যা বলেন, ‘আমার কাছের মানুষদের হারানোর বেদনা গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের থেকে বড় নয়।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানদের সঙ্গে অন্য কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য দেখি না, যাদের ইসরায়েল হত্যা করেছে।’

আল-হায়্যা নিহতদের শহীদ আখ্যা দিয়ে বলেন, তাদের আত্মত্যাগ চলমান প্রতিরোধের প্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন, ‘আমরা প্রার্থনা করি, তাদের রক্তই হোক বিজয়ের পথ, জেরুজালেমের মুক্তির পথ, ইসরায়েলের অপমানের পথ এবং ইসলামী ও আরব জাতির জয়ের পথ।’

ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, এই হামলা ঘটে তখন, যখন হামাসের শীর্ষ নেতৃত্ব ‘ট্রাম্প প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক’ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন। এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আলোচনাকারী দলটি দোহায় বৈঠক করছিল এমন সময়-ই হামলাটি ঘটে।

সৌদি টেলিভিশন চ্যানেল আল-হাদাস জানায়, ওই বৈঠকে খালেদ মাশাল, গাজি হামাদ, মুহাম্মদ দারউইশ, মুসা আবু মারজুক এবং হুসাম বদরানও উপস্থিত ছিলেন।

বিস্তৃত এই অভিযানের পরও ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা পরবর্তীতে জানান, লক্ষ্যবস্তু করা কোনো শীর্ষ হামাস নেতা নিহত হননি।

সূত্র: জেরুজালেম পোস্ট।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত