আর কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে, এ বছরে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। মঙ্গলবার (৭ অক্টোবর) ১১.৪৫ সিইএসটি (সেন্ট্রাল ইউরোপিয়ান সামার টাইম) তে বিজয়ীর নাম ঘোষণা দেয়া হবে। বাংলাদেশ সময় যা বিকেল ৩.৪৫ মিনিটে।
এ পর্যন্ত ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১১৮ বার প্রদান করা হয়েছে। সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন মোট ২২৭ জন।
নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, এ পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী জন বার্ডিন একমাত্র ব্যক্তি, যিনি দুইবার পুরস্কার পেয়েছেন। প্রথমটি ১৯৫৬ এবং পরেরবার ১৯৭২ সালে।
অর্থাৎ, মোট ২২৬ জন ব্যক্তি এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।
আগামীকাল ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
/এমএমএইচ