মিসরে ইসরায়েলের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)। এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একইসাথে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেছেন হামাস কর্মকর্তারা।
এদিকে, জিম্মিমুক্তির পর গাজায় পুনরায় হামলা করবে না ইসরায়েল বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৭ অক্টোবর) মিসরের শারম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এতে, মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধিরা। বুধবার, তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেয়ার কথা।
সূত্র: আল জাজিরা।