
এবার টাইফুন ‘হালোং’য়ের কবলে জাপান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারী বর্ষণ। সেই সাথে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।
জাপানের আবহাওয়া দফতর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে। গতকাল থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরার্মশ দেয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে।
ধারণা করা হচ্ছে, টাইফুনটির গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার অবধি পৌঁছাতে পারে। টাইফুনটির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। প্রস্তুত থাকতে বলা হয়েছে দুর্যোগ মোকাবেলায় সকল সংস্থাকে।
/এএম
















