Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

ইরানের সাথে বিমানযুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েল গত ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত।

রোববার (২৯ জুন) দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহতের তালিকায় রয়েছে কারা কর্মকর্তা, সেনা সদস্য, কয়েদি ও কয়েদিদের স্বজনরা। পাশাপাশি, প্রাণহানির এই তালিকায় কারাগারটির আশপাশের বাসিন্দারাও রয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

সংঘাত চলাকালীন ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায় আইডিএফ। এতে কারাগারের বিভিন্ন ভবন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। তাদের এই হামলা তীব্র সমালোচনার জন্ম দেয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে ইরান।

এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে দুজন ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক সেখানে।

/এএম

সর্বশেষ - আন্তর্জাতিক