
মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যা অব্যাহত রয়েছে, যার ফলে এক সপ্তাহের কম সময়ে মৃতের সংখ্যা অন্তত ৪৪ জনে পৌঁছেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দুইটি ট্রপিক্যাল ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতের ফলে ভারেরাক্রুজ, পুয়েব্লা, হিদালগো, কেরেতারো এবং সান লুইস পোতোসি প্রভৃতি পাঁচটি রাজ্যে ভূমিধস এবং বন্যা সৃষ্টি হয়েছে। ভারেরাক্রুজে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েব্লায় ৯ জন এবং কেরেতারোতে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মেক্সিকোর ‘এল ইউনিভার্সাল’ সংবাদপত্র মৃতের সংখ্যা ৪৮ উল্লেখ করেছে এবং জানিয়েছে, এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছেন এবং অন্তত ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, আরও ভূমিধস ও নদীর পানি বৃদ্ধি ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে।
সূত্র: আল জাজিরা।
/এআই












