ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) তার বক্তব্যের শুরুতে হিব্রু ভাষায় কথা বলেন এবং ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে নীতির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দেশটির জীবিত শেষ জিম্মিদের ফেরত আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
এরপর তিনি ইংরেজিতে বক্তব্য দিতে শুরু করেন এবং আবারও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের এমন নীতিগুলোর কথা উল্লেখ করেন, যেগুলো ইসরায়েলের জন্য সুফল বয়ে এনেছে।
তিনি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করার জন্য ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ।’
তিনি আরও বলেন, “জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যে মিথ্যা প্রচার চালানো হয়, তার বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
নেতানিয়াহু বলেন, ‘আপনার ২০২০ সালের শান্তি পরিকল্পনায় জুডিয়া ও সামারিয়ায় — অর্থাৎ ইহুদি জাতির পৈতৃক ভূমি পশ্চিম তীরে — আমাদের অধিকারের স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ।’
এছাড়া তিনি বলেন, ‘ইরানের বিপর্যয়কর পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার জন্য ধন্যবাদ এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানগুলোতে সমর্থন দেয়ার জন্যও ট্রাম্পকে ধন্যবাদ।’
নেতানিয়াহু শেষে বলেন, “এটি কেবল একটি আংশিক তালিকা, তবে এতেই প্রমাণিত হয় যা আমি বহুবার বলেছি— ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউসে ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু।’
সূত্র: সিএনএন নিউজ।
/এআই