কানাডার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সবরকম আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর কানাডার কর আরোপের জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
আজ শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কানাডার আকস্মিক কর আরোপের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রতি নির্বিচার আক্রমণ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভিত্তিহীন কর আরোপের জবাবে দেশটির সাথে বাণিজ্য সংক্রান্ত সকল আলোচনা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসাথে, আগামী এক সপ্তাহের মাঝে কানাডার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জুনের মাঝামাঝি সময়ে জি-৭-এর সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরে পরিস্থিতি মোটামুটি শান্তই ছিল। কিন্তু এর কিছুদিন পরেই কানাডার এমন পদক্ষেপ দেশ দুটির সম্পর্ক আবারও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিল।
এর আগে, জি-৭ সম্মেলনে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করার বিষয়ে সম্মত হয়েছিল। যদিও বর্তমান প্রেক্ষিতে এর বাস্তবায়নের সভাবনা এখন কতটুকু আছে, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা।
/এএইচএম