যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দামেস্ক সফর করে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে বৈঠক করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শনিবার (৫ জুলাই) আল-শারা ল্যামিকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি-এর সাথে।
ল্যামির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এক দশকেরও বেশি সংঘাতের পর সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো দেখা দিয়েছে।”১৪ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়া সফর করলেন।’
ল্যামি বলেন, ‘যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপন করছে, কারণ সমস্ত সিরিয়াবাসীর জন্য একটি স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন সরকারের প্রতিশ্রুতিকে সমর্থন করা আমাদের স্বার্থে।’
রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে ১২৯ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ডেভিড ল্যামি।
বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে পশ্চিমারা। দেশটির ওপর থেকে এরইমধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা।
/এআই