মিসরের মেনুফিয়া প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ তরুণী নিহতের একদিন পর একই রাস্তায় ফের ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার (৫ জুলাই) কায়রোর কাছে দুইটি যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
৩৫০ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ চলছে। দুই লেনের পরিবর্তে বর্তমানে একটি লেনে যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত মাসেও সড়কটিতে দুর্ঘটনার কবলে পড়ে ২৬ জনের প্রাণহানি হয়। একের পর এক দুর্ঘটনার কারণে সড়কটির নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে দেশজুড়ে।
/এমএইচ