রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) ঘোষণা করেছে যে তেহরানে অবস্থিত রাশিয়ার দূতাবাস পুনরায় জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সম্মত হওয়ার দুই সপ্তাহ পর ইরানের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে বলে রুশ মন্ত্রণালয় জানিয়েছে।
গত ১৫ জুন ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা চালানোর পর রাশিয়ার দূতাবাস কনস্যুলার তেহরানে সেবা প্রদান বন্ধ করে দিয়েছিল। ইসরায়েলের সেই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামোর পাশাপাশি বেসামরিক আবাসিক এলাকাও আঘাতপ্রাপ্ত হয়।
এই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (৯ জুলাই) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অঞ্চলটির পরিস্থিতিতে ‘কিছুটা স্থিতিশীলতা’ ফিরে এসেছে।
তিনি জানান, ‘তেহরানে রাশিয়ার দূতাবাসের কনস্যুলার বিভাগ ইতিমধ্যে স্বাভাবিকভাবে কাজ করছে।’
তবে তিনি রাশিয়ান নাগরিকদের ইরান সফরের সময় সতর্কতা ও সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। তবে গত মাসের যুদ্ধের সময় ইরানকে জোরালো সমর্থন দিতে রাশিয়া অনিচ্ছুক ছিল, আংশিকভাবে কারণ ক্রেমলিন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
সূত্র: মস্কো টাইমস।
/এআই