আদালতের রায়ে আবারও আটকে গেল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ।
বৃহস্পতিবার, নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালত আদেশটিকে সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে। রায়ে বলা হয়, এই আদেশ কার্যকর হলে হুমকিতে পড়বে বহু শিশুর নাগরিকত্ব। যা অপূরণীয় ক্ষতি বয়ে আনতে পারে।
এর আগে, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেন অভিবাসন অধিকারকর্মীরা। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী, মাতা পিতা কেউই মার্কিন নাগরিক কিংবা গ্রিনকার্ডধারী না হলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না শিশু। আর এমনটা হলে, বছরপ্রতি নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে প্রায় দেড় লাখ নবজাতক।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির ভূমিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সেটি খর্ব করতে চেয়েছে অবৈধ অভিবাসী ও বিদেশি পর্যটকদের সন্তানদের ক্ষেত্রে। ২০১৮ সাল থেকে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পক্ষে সোচ্চার ছিলেন ট্রাম্প। এই আদেশ কার্যকর হলে বিপাকে পড়বে অসংখ্য শিশু এবং পরিবার।
/এটিএম