ফাইল ছবি।
আবারও রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।রোববার (১৩ জুলাই) দেশটিতে সফররত রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির উপকূলীয় শহর ওনসানে হয় এই বৈঠক।
ল্যাভরভকে কিম জানান, ইউক্রেন সংকট সমাধানে মস্কোর নেয়া যেকোনো পদক্ষেপকে সমর্থন দেবে পিয়ংইয়ং। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক আলোচনার উদ্দেশ্যে শুক্রবার উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
/এমএইচ