Swadhin News Logo
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর পিপার স্প্রে মারছে ইসরায়েলি বাহিনী

প্রতিবেদক
Nirob
জুলাই ২১, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর পিপার স্প্রে মারছে ইসরায়েলি বাহিনী

ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর পিপার স্প্রে মারছে ইসরায়েলি বাহিনী

গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে জিএইচএফ গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে। ভিডিও ফুটেজে দেখা যায়, ত্রাণ নিতে আসা দুর্ভিক্ষপ্রায় জনগণের ভিড়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরিচ স্প্রে ব্যবহার করছেন, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়।

এই ঘটনার ফলে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে ঘটনার তদন্ত ও দোষীদের জবাবদিহির আহ্বান জানিয়েছে।

এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কারা মরিচ স্প্রে ছুড়েছে — স্থানীয় নিরাপত্তা কর্মী, কোনো সরকারি বাহিনী, নাকি অন্য কেউ। তবে গাজা পরিস্থিতির অবনতির মধ্যে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক