Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ, ২শ’ মিলিয়ন ডলার জরিমানা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

প্রতিবেদক
Nirob
জুলাই ২৪, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ, ২শ’ মিলিয়ন ডলার জরিমানা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ, ২শ’ মিলিয়ন ডলার জরিমানা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিরোধী ঘটনাগুলো ঠেকাতে ব্যর্থতার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে ২২১ মিলিয়ন ডলার (প্রায় ২,৩০০ কোটি টাকা) সমঝোতায় পৌঁছেছে।

কলাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেছেন, আদালতে লড়াই করলে অনুদান হারানো, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল বা অ্যাক্রেডিটেশন ঝুঁকি তৈরি হতো। তবে তিনি ট্রাম্প প্রশাসনের ‘কলাম্বিয়া ইহুদি-বিরোধিতায় নিষ্ক্রিয় ছিল’ এই দাবি মানতে রাজি হননি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এটিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছেন। তার মন্তব্য, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও জবাবদিহি করতে হবে, যারা ফেডারেল তহবিলের অপচয় করেছে এবং ইহুদি-বিরোধিতাকে প্রশ্রয় দিয়েছে।’

কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহেইড ডাইভেস্ট (সিইউএডি) নামের প্রো-প্যালেস্টাইন ছাত্র গ্রুপ এই চুক্তিকে ‘ট্রাম্পের কাছে ঘুষ’ বলে নিন্দা করেছে। তাদের বক্তব্য, ‘গাজায় গণহত্যার বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া শিক্ষার্থীদের শাস্তি দিয়ে ট্রাম্পকে ২২১ মিলিয়ন ডলার দেয়া হলো!’

২০২৪ সালে গাজা যুদ্ধের প্রতিবাদে কলাম্বিয়াসহ বহু মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইহুদি শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রতিবাদগুলো ইহুদি-বিদ্বেষে রূপ নিয়েছে। অন্যদিকে, প্রো-প্যালেস্টাইনিরা বলেন, ইসরায়েলের সমালোচনাকে ইহুদি-বিদ্বেষ বলে চালানো হচ্ছে।

গত মে মাসে কলাম্বিয়ার প্রধান লাইব্রেরি দখল এবং ‘রেভোল্ট ফর রাফাহ’ ক্যাম্পেইনে অংশ নেয়ায় ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার বা ১-৩ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এই সমঝোতা মার্কিন শিক্ষাঙ্গনে মুক্ত বাক্স্বাধীনতা বনাম ইহুদি-বিদ্বেষ বিতর্ককে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত