
সৌদি আরবের জেনারেল ডাইরেক্টোরেট অফ পাসপোর্টস ঘোষণা করেছে যে, ভিজিট ভিসা ধারকদের জন্য ওভারস্টে করার শাস্তি এড়াতে একটি বাড়তি সময় দেয়া হয়েছে। এখন তাদের দেশ ছাড়ার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় দেয়া হলো।
বাড়ানো এই সময় রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়েছে এবং এটি সকল ধরণের ভিজিট ভিসার জন্য প্রযোজ্য। তবে, শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি নিয়ম অনুযায়ী জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।
পাসপোর্ট ডাইরেক্টোরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশার’-এর ‘তাওয়াসুল’ সার্ভিসের মাধ্যমে দেশ ত্যাগের অনুরোধ করতে পারবেন। কর্তৃপক্ষ ভিসা ধারকদের এই বাড়তি সময় কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার ব্যবস্থা করতে এবং বাড়তি জরিমানা এড়াতে আহ্বান জানিয়েছে।
এই উদ্যোগটি প্রথম জুন মাসে চালু করা হয়েছিল, যেখানে ভিসা ওভারস্টেয়ারদের ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেয়া হয়েছিল জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করে দেশ ছাড়ার জন্য। ভিসার ধরণ বা শ্রেণি নির্বিশেষে এই সুবিধা দেওয়া হয়েছিল।
সৌদি আরবের এই সিদ্ধান্ত বিদেশিদের জন্য থাকা-খাওয়া ও অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে এবং ভিসা মেয়াদোত্তীর্ণের পরও যারা দেশে রয়েছেন তাদের জন্য সহজে দেশ ত্যাগের ব্যবস্থা করতে নেওয়া হয়েছে। এটি দেশটির বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য সুশৃঙ্খল প্রক্রিয়া নিশ্চিত করার একটি অংশ।
সূত্র: গালফ নিউজ।
/এআই

















