কাশ্মীরের পেহেলগামে হামলা ও ‘অপারেশন সিন্দুর’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার (২৯ জুলাই) লোকসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে তুলোধুনা করার পাশাপাশি এ ইস্যুতে বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা।
পেহেলগাম ইস্যুতে ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়ার অভিযোগ তোলেন রাহুল গান্ধী। বলেন, এ কারণেই যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা ঘটেছে। যুদ্ধের সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা দেয়ার সক্ষমতা মোদি সরকারের নেই বলেও অভিযোগ তোলেন রাহুল গান্ধী। সক্ষমতা না থাকার পরেও কেনো যুদ্ধ শুরু করলেন তা নিয়েও তোলেন প্রশ্ন।
যুক্তরাষ্ট্রের চাপে পড়েই মোদি সরকার যুদ্ধবিরতিতে রাজি হয় এমন দাবি জানিয়ে রাহুল বলেন, তা যদি না হয় তবে লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী। বলুন, তিনি বারবার অসত্য বলছেন।
লোকসভায় আজ এই আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধীও অংশ নেন। মোদি সরকারের নিন্দা জানিয়ে এই কংগ্রেস নেত্রী বলেন, পেহেলগাম ইস্যুতে কুটনৈতিকভাবেও ক্ষমতাসীন সরকার ব্যর্থ হয়েছে।
প্রিয়াঙ্কা বলেন, আজ অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু কেন পেহেলগাম ঘটল, কাদের ব্যর্থতায়, কারা দায়ী— সে কথা একেবারেই উঠছে না। এটাই দুর্ভাগ্য। পেহেলগামকাণ্ডের পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। অথচ তিনি ইস্তফা দেননি।
প্রসঙ্গত, দুই দিনের এ আলোচনা সভায় একবারের জন্যও প্রধানমন্ত্রী মোদি লোকসভায় উপস্থিত ছিলেন না। রাহুলের ভাষণের সময়ও তিনি অনুপস্থিত ছিলেন। সন্ধ্যা ছয়টার পর বিতর্কে অংশ নিতে সভায় আসেন তিনি।
/এমএইচ