
অনুপ্রবেশ ইস্যুতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সদস্য মহুয়া মৈত্র বলেছেন, জিডিপিসহ পরিকাঠামোগত দিক থেকে ভারতের তুলনায় অনেকাংশেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সম্প্রতি দেশটির একটি ইংরেজি গণমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক অন্য দেশ থেকে ভারতে আসা মানুষদের তথা অনুপ্রবেশ ইস্যুতে মহুয়াকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরেই এ কথা বলেন তিনি। পৃথিবীর সবাই ভারতে আসতে চায়— এমন ভাবনা চিন্তা থেকে বের হয়ে আসার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আহ্বান জানান পশ্চিমবঙ্গের এ নেত্রী।
সঞ্চালক যখন বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করেন, তখন সঞ্চালকের উদ্দেশে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসবে? আমি নিজে সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য। আপনি বলুন তো, এখনকার বাংলাদেশি্রা কেন ভারতে থাকতে চাইবে?
“Who wants to live in India? Bangladesh has better infrastructure and quality of life than us.”
-TMC MP Mahua Moitra
So… when is she doing us a favour and leaving India? pic.twitter.com/RsCsIQNwe4
— Political Kida (@PoliticalKida) July 28, 2025
মহুয়া বলেন, আমার নির্বাচনী এলাকা নদীয়া জেলার কৃষ্ণনগর, যার অপরপ্রান্তেই বাংলাদেশের কুষ্টিয়া জেলা। জিডিপি, স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচকসহ অনেক দিকেই বাংলাদেশ এখন ভারতের চেয়ে ভালো করছে। দয়া করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে বোঝান, পৃথিবীর সবাই ভারতে আসতে মরিয়া— এমন ভাবনা থেকে যেন বেরিয়ে আসেন তারা।
/এমএইচআর

















