যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সামরিক ঘাঁটিতে হয়েছে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছে অন্তত ৫ সেনা।
বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকালে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীকে ধরে ফেলে সেনারা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।
অপরদিকে, সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ। হামলাকারী ২৮ বছর বয়সী কোরনিলিয়াস র্যাডফোর্ড। তিনি নিজেও একজন সেনা। সার্জেন্ট হিসেবে দায়িত্বরত নিয়মিত ব্রিগেডে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। অস্ত্রের সহজলভ্যতার জেরে যুক্তরাষ্ট্রে প্রায় নিয়মিতই হয় ম্যাস শ্যুটিংয়ের ঘটনা। এর আগেও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত মার্কিন সেনাঘাঁটিতে বন্দুকধারীর হামলা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক পোস্টে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
অপরদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবগত আছেন এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন।
/এএইচএম