
আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশ আলজেরিয়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী আলজিয়ার্সে একটি সেতু থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এতে আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। খবর, এএফপি’র।
শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি সেতু থেকে প্রায় ১০ মিটার নিচে নদীতে পড়ে গিয়েছিল।
দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয় ও আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই দেশটির পরিবহণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা এর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
/এমএইচআর

















