
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ভিশন সংক্রান্ত মন্তব্য করার পর তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। এই ভিশনে ইসরায়েল তার বর্তমান সীমান্তের বাইরে ভূখণ্ড দখলের ইচ্ছা প্রকাশ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটি এই মন্তব্য ‘তীব্রভাবে নিন্দা ও প্রত্যাখ্যান’ করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যে, তারা যেন এমন উস্কানিমূলক ধারণাগুলিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের মূলনীতি এবং সংশ্লিষ্ট জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে একটি ইসরায়েলি নিউজ চ্যানেলকে যে বক্তব্য দিয়েছেন, তা ইসরায়েলের ‘অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করার উদ্দেশ্য এবং অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা’ প্রদর্শন করে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘গ্রেটার ইসরায়েল’-এর মানচিত্র প্রকাশ করে তেলআবিব। এতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে।
সূত্র: আল জাজিরা।
/এআই

















