আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক প্রসঙ্গে নিজের আগের অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো একটি ‘শান্তি চুক্তি’, কেবল যুদ্ধবিরতি নয়—যেটির জন্য ইউক্রেন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে।
এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আলাস্কার সম্মেলনে ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন তবে তিনি খুশি হবেন না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে পরবর্তী আলোচনার পর ট্রাম্প আজ ট্রুথ সোশালে লিখেছেন:
‘সবাই একমত হয়েছে যে, রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি একটি শান্তি চুক্তি করা, যা যুদ্ধের ইতি টানবে—শুধু যুদ্ধবিরতি নয়, কারণ যুদ্ধবিরতি প্রায়ই টেকে না।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে তিনি আগামীকাল সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।
ট্রুথ সোশালে তিনি লিখেছেন,
‘প্রেসিডেন্ট জেলেনস্কি আগামীকাল সোমবার বিকেলে ওভাল অফিসে আসবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একটি বৈঠকের সময়সূচি ঠিক করব।’
ট্রাম্প আরও দাবি করেছেন যে আলাস্কায় তার দিনটি ছিল ‘দারুণ ও অত্যন্ত সফল’। তিনি নিশ্চিত করেছেন যে গভীর রাতে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তার ফোনালাপ হয়েছে, যার মধ্যে ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও ছিলেন।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই