Swadhin News Logo
মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই মহাসড়কে তীব্র যানজট, গাড়ি চলাচল প্রায় বন্ধ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
দুই মহাসড়কে তীব্র যানজট, গাড়ি চলাচল প্রায় বন্ধ

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।

অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশ ও কাঠ ফেলে, এমনকি ঘুমানোর চৌকি ফেলে রাস্তায় অবরোধ গড়ে তোলেন।

এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে কমপক্ষে দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে কমপক্ষে ১৫ ও ঢাকা-খুলনা মহাসড়কে কমপক্ষে আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

ফরিদপুর শহর থেকে বাসে করে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন শারমিন আক্তার নামে এক নারী। তিনি ভাঙ্গার পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ফরিদপুর শহর থেকে ভাঙ্গায় যাওয়ার পথে আমাকে তালমার মোড়ে নামিয়ে দেয় বাস। সামনে আবার অবরোধ করে রাখা হয়েছে। এ জন্য হেঁটে স্কুলের দিকে রওনা হয়েছি। জানি না কখন পৌঁছাতে পারবো। তবে ভাঙ্গাবাসীর যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি।

এ সময় ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিপুলসংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জরুরি কিছু যানবাহন ছাড়া সব যান আটকা পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, মহাসড়ক সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজট হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় আমাদের পুলিশের গাড়িও মুভ করতে ঝামেলা হচ্ছে। আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি। তবে অবরোধকারীদের বুঝিয়েও কোনও লাভ হচ্ছে না।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
৬১% ইহুদিরা মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী: দ্য ওয়াশিংটন পোস্ট

৬১% ইহুদিরা মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী: দ্য ওয়াশিংটন পোস্ট

বিক্ষোভ তীব্রতর হওয়ায় মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী

বিক্ষোভ তীব্রতর হওয়ায় মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী

জাস্টিনের চার-শব্দের বার্তার পরে বেরিয়ে আসার সাথে সাথে হাইলি বিবার তার টোনড মিডরিফকে একটি লাল ট্যাঙ্কের শীর্ষে এবং নিম্ন-উত্থিত জিন্সে ফ্ল্যাশ করেছেন

জাস্টিনের চার-শব্দের বার্তার পরে বেরিয়ে আসার সাথে সাথে হাইলি বিবার তার টোনড মিডরিফকে একটি লাল ট্যাঙ্কের শীর্ষে এবং নিম্ন-উত্থিত জিন্সে ফ্ল্যাশ করেছেন

আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’

সিলেটে অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

সিলেটে অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেফতার

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেফতার

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন