Swadhin News Logo
শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমসহ ১৪ শিক্ষার্থী। আহতদের তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার বিটাক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বিকালে বিটাক ভবনের মাঠে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বাদশ ব্যাচের একদল শিক্ষার্থীর সঙ্গে মার্কেটিং বিভাগের দশম ব্যাচের এক শিক্ষার্থীর ফুটবল খেলা নিয়ে তর্ক হয়। সে সময় দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীরা দশম ব্যাচের ওই ‘সিনিয়র’ শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করেন।

বিষয়টি জানাজানি হলে দশম ব্যাচের ওই শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী মাঠে যান। তখন তাদের মারধর করে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীরা। তাতে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। তাদের দুজনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই ঘটনার পর মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হতে শুরু করেন। অন্যদিকে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবন এলাকায় জড়ো হন। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের দিকে গেলে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে উপাচার্য তৌফিক আলম পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে গিয়ে ইটের আঘাতে আহত হন। পরে প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল এবং সহকারী প্রক্টর আলমগীর হোসেনসহ দুই বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা গ্রুপে একটা মেসেজ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি ফয়সালকে মারধর করছে। এ সময় ছাড়াতে গেলে আমাদেরও ঘিরে ধরে। পরে আমি সেখান থেকে পালিয়ে আসি।’

অ্যাকাউন্টিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেছেন, তারা মীমাংসায় বসার জন্য প্রস্তুত। তবে এ ঘটনা নিয়ে কোনও বক্তব্য দিতে রাজি নন।

প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আগামীকাল তাদের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলা নিয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে একটু মারামারি হয়েছে। উভয়পক্ষের ঢিল ছোড়াছুড়ির মধ্যে উপাচার্যসহ কয়েকজন আহত হয়েছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
নুরাল পাগলার বাড়ি থেকে লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেফতার

নুরাল পাগলার বাড়ি থেকে লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেফতার

কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলার চেষ্টা করছে: র‌্যাব ডিজি

কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলার চেষ্টা করছে: র‌্যাব ডিজি

দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

আমি যা বললো তাই আইন, আল্লাহর হুকুম: বিএনপি প্রার্থীর ভিডিও ভাইরাল

আমি যা বললো তাই আইন, আল্লাহর হুকুম: বিএনপি প্রার্থীর ভিডিও ভাইরাল

ভারী বর্ষণে খুলনায় ১১০০ হেক্টর জমির ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত

ভারী বর্ষণে খুলনায় ১১০০ হেক্টর জমির ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত

ইউক্রেন নিয়ে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার দোষ ইউরোপের

ইউক্রেন নিয়ে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার দোষ ইউরোপের

বিদেশি আধিপত্যের বিপরীতে বাংলাদেশপন্থি রাজনীতি দাঁড় করাতে চায় এনসিপি

বিদেশি আধিপত্যের বিপরীতে বাংলাদেশপন্থি রাজনীতি দাঁড় করাতে চায় এনসিপি

জোট করবো না, নির্বাচনি সমঝোতা করবো: শফিকুর রহমান

জোট করবো না, নির্বাচনি সমঝোতা করবো: শফিকুর রহমান

গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ ইসলাম

গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো: নাহিদ ইসলাম

কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়লেন উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে নেয়া হলো ঢাকা

কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়লেন উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে নেয়া হলো ঢাকা