Swadhin News Logo
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত এই আবেদন জমা দেওয়া হয়।

চিঠির বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থে এ আবেদন করেছি। তবে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা ফ্যাসিবাদী আচরণ। প্রধান নির্বাচন কমিশনার আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভব না বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় রাখতে পারতেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘গতকাল নির্বাচন কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে অনেক শিক্ষার্থী নিজেদের বাড়ি চলে গেছেন। ফলে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে ফিরে আসতে পারছেন না। ​এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। তবে নির্বাচন কমিশনার আমাদের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন, যা আমাদের কাছে ফ্যাসিবাদের মতো আচরণ বলে মনে হয়েছে। ​আমরা মনে করি, নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে এমন কঠোর অবস্থান গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ছাত্রদলের আবেদনের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা এ বিষয়ে সভা করবো। এরপর পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না।

চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় সোহাগ, আদালতে স্বীকারোক্তি

শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় সোহাগ, আদালতে স্বীকারোক্তি

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেক মামলা, আসামি সাড়ে ৫ হাজার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেক মামলা, আসামি সাড়ে ৫ হাজার

খাগড়াছড়িতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের

খাগড়াছড়িতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত অস্ট্রেলিয়ার

ঢাকায় নেওয়ার পথে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

ঢাকায় নেওয়ার পথে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

স্বপ্ন নিয়ে প্রবাস থেকে ফিরছিলেন বাহার, হারালেন মা-স্ত্রী-সন্তানসহ সাত স্বজনকে

স্বপ্ন নিয়ে প্রবাস থেকে ফিরছিলেন বাহার, হারালেন মা-স্ত্রী-সন্তানসহ সাত স্বজনকে

রাত পোহালেই চাকসুর ভোট

রাত পোহালেই চাকসুর ভোট

কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল