পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকনেতারা। রবিবার (০৫ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, ওসির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি তুলে এ ধর্মঘটের ডাক দেন তারা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি বলেন, ‘এই ধর্মঘটে শুধু ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে। আমাদের দাবি না মানলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে সকালে উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে বালুভর্তি ট্রাক ছেড়ে না দেওয়ায় পুলিশের ওপর শ্রমিকনেতা মাহফুজ আহমদের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ঘটনায় শ্রমিকনেতা মাহফুজকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। কোম্পানীগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেছেন।