Swadhin News Logo
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

তিস্তার পানি বিপদসীমার ওপরে, দুই জেলায় রেড অ্যালার্ট জারি

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৬, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
তিস্তার পানি বিপদসীমার ওপরে, দুই জেলায় রেড অ্যালার্ট জারি

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রবিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্কতা জানিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৭টায় ১২ সেন্টিমিটার ওপর দিয়ে ও রাত ৮টায় বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টের পানি পরিমাপক রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে। কারণ নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সেখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে।’

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এখনও কথা হয়নি। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, নীলফামারীতে তিস্তার পানি আবার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পাউবো।

পাউবো জানায়, রবিবার সকাল ৬টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ১২ ঘণ্টার ব্যবধানের সন্ধ্যা ৬টায় সেখানে ৮৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টায় প্রবাহিত হচ্ছিল ৫১ দশমিক ৪৩ মিটার দিয়ে। সন্ধ্যা ৬টায় সেখানে প্রবাহিত হচ্ছিল ৫২ দশমিক ২৮ মিটার দিয়ে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার ডান তীরের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেখানে বাশের পাইলিং করে বালির বস্তা নিক্ষেপ করছে পাউবো। তিস্তার তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে।

ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, রবিবার দুপুরের পর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে, যা অব্যাহত আছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের ঝাড় সিংহেরস্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খাড়াপাড়া, ফ্লাটপাড়াসহ তিস্তাপারের বিভিন্ন চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। 

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রবিবার সকাল ৬টায় বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টায় ৮৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর জিরো পয়েন্টের কাছাকাছি কালীগঞ্জ নামের স্থানে তিস্তার ডান তীরের প্রধান বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেটির মেরামতকাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়। তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করে সন্ধ্যায় মাইকিং করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে চর্চা, ডানপন্থিদের কঠোর সমালোচনা

ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে চর্চা, ডানপন্থিদের কঠোর সমালোচনা

পদ্মা নদীর একটি পাঙাশ মাছ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

পদ্মা নদীর একটি পাঙাশ মাছ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

শতবর্ষের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কুকুর ববি

শতবর্ষের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কুকুর ববি

‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভার ভেতরে দুই কর্মকর্তার মারামারি

‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভার ভেতরে দুই কর্মকর্তার মারামারি

পরিবেশ দূষণ করায় এসিআই সল্টকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ করায় এসিআই সল্টকে ২ লাখ টাকা জরিমানা

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

বাসের নিচে পড়া সেই স্কুলছাত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

বাসের নিচে পড়া সেই স্কুলছাত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

রাউজানে বিএনপির দলীয় সহিংসতার কারণ তদন্তে নামছে কেন্দ্র

রাউজানে বিএনপির দলীয় সহিংসতার কারণ তদন্তে নামছে কেন্দ্র