কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উদয়নগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গতকাল সোমবার (৬ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ সদ্য পদ্মা নদীগর্ভে বিলীন হওয়া উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং-৮৪/৩ থেকে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে ডিগ্রিচর এলাকায় স্থানীয় জনগণ পদ্মা নদীর মাঝখানের চরে মাছ ধরতে যাওয়ার সময় আনুমানিক ১৫ জন বিভিন্ন বয়সী বেসামরিক ব্যক্তিকে নিয়ে একটি নৌকা নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, ঘটনাটি উদয়নগর বিওপির টহল দল নদীর তীর হতে প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় ৪টি নৌকা প্রেরণ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উদ্ধার কার্যক্রমে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়নি। কেউ নিখোঁজ নেই। তবে নৌকাটি পানির নিচে বিলীন হয়ে গেছে।