হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সিঙ্গিনালা (মগ পাড়া), স্বনির্ভর বাজার, গুইমারার চেঙ্গুলিয়াা, রামুসে বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাম জোটের নেতারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্ট ও গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতারা এসব এলাকা পরিদর্শন করেন।
নেতারা সকালে সিঙ্গিনালায় ভুক্তভোগী কিশোরীর বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। বেলা ১১টায় জেলা প্রশাসক, দুপুর ১২টায় পুলিশ সুপার, ১টায় সিভিল সার্জন ও সরকারের লিগাল এইড কমিটির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন, ঘটনা সম্পর্কে অবহিত হন এবং নেতাদের কনসার্ন সম্পর্কে জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের জানান। ডিসি, এসপি, সিভিল সার্জন ও লিগাল এইড কমিটি পরিদর্শনকারী নেতারা অভিযোগগুলো মনযোগ সহকারে শোনেন এবং প্রতিকারের আশ্বাস দেন।
নেতারা বিকাল ৪টায় গুইমারায় রামুসে বাজারে হামলায় ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িঘর দোকানপাট পরিদর্শন করেন। পরে গুইমারার চেঙ্গুলায়ায় নিহত-আহতদের পরিবার ও এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে দেখা এবং মতবিনিময় করেন।
বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নেতা আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের নেতা রজত হুদা, কামরুজ্জামান ফিরোজ, গণতান্ত্রিক অধিকার কমিটির নেতা ডা. হারুন অর রশীদ, মার্জিয়া প্রভা, সত্যজিৎ বিশ্বাস, সাঈদুল হক নিশান প্রমুখ।












