খুলনার লবণচরা থানা এলাকায় সেনাবাহিনীর অভিযানিক দলের সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে ১১৮৭ পিস ইয়াবা ও একটি পিস্তলসহ হীরা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
লবণচরা থানার এসআই মাসুম জানান, হীরা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি এলাকার আবু শেখের ছেলে। বর্তমানে সে মাথাভাঙ্গা রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে বসবাস করছিল। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহমদ এক প্রেস বার্তায় জানান, সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ সোমবার ভোর ৫টার দিকে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী হীরাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।