Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ছবিসহ ভোটার তালিকা না পাওয়ার অভিযোগ ছাত্রদলের

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৬, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
ছবিসহ ভোটার তালিকা না পাওয়ার অভিযোগ ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুর কিছুক্ষণ পর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী অভিযোগ করেন ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। কিন্তু, নির্বাচন কমিশন বলছে, এ ধরনের অভিযোগ তারা পাননি এবং ছবি বাদে ভোটার তালিকা পাঠানোর কোনও সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

অভিযোগ করে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবির বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন, ভোটার তালিকায় ছবিসহ যে ভোটার তালিকা সেটি পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।’ 

তবে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আমাদের কাছে কেউ এ ব্যাপারে জানায়নি। আর এ ধরনের ঘটনা ঘটনার কোনও সুযোগ নেই। কারণ আমরা সব কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছি।’

এর আগে, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিন দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রগুলোর সামনে ছাড়াও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এ ছাড়া র‍্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। বিএনসিসি, রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ, রেঞ্জার্স সদস্যরাও কেন্দ্রগুলোতে কাজ করছেন।

রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে নারী ভোটার ৩৯.১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ।

ভোটগ্রহণ পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। মোট ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার মধ্যে ১৭টি কেন্দ্রে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। এ ছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফলাফল প্রস্তুতের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত