Swadhin News Logo
রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যৌথ অভিযানে কোটি টাকার পলিথিন ও ৩৯০৮ বোতল নিষিদ্ধ ফ্রুট সিরাপ জব্দ

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
যৌথ অভিযানে কোটি টাকার পলিথিন ও ৩৯০৮ বোতল নিষিদ্ধ ফ্রুট সিরাপ জব্দ

যৌথ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন ২১ হাজার ৬৫ কেজি পলিথিন এবং ৩ হাজার ৯০৮ বোতল নিষিদ্ধ ফ্রুট সিরাপ জব্দ করেছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ  তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুড়সুড়ি বাজারে তিনটি গুদামে যৌথ অভিযান পরিচালনা করে ২১ হাজার ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩ হাজার ৯০৮ বোতল স্টার ফ্রুট সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফর কুষ্টিয়ায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও অবৈধ ফ্রুট সিরাপ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক