Swadhin News Logo
শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ
জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন দশ তলা চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত দশ তলা ভবনের আট তলা থেকে নির্মাণ বর্জ্যভর্তি বস্তা মাথায় তুলে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে যান রাকিব। সে সময় ভারসাম্য হারিয়ে বস্তার সঙ্গে সঙ্গে তিনি নিজেও নিচে পড়ে যান। নিচে জমা করা নির্মাণ বর্জ্যের স্তূপের ওপর পড়ে রাকিব গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে সেখানে কর্মরত ফোরম্যান রাকিবের বড় ভাইকে জানান। তিনি সাভারের ইসলামিয়া হাসপাতালে তাদের পূর্ব পরিচিত ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানকার চিকিৎসক গুরুতর আহত রাকিবকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে এনাম মেডিক্যালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এদিকে, নির্মাণশ্রমিক রাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

মৃত রাকিবের পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে নির্মাণাধীন ভবনের নিরাপত্তা জোরদারে সিদ্ধান্ত নেয় এবং ১-তলার ওপরে সব নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি দুর্ঘটনার পেছনে কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক