Swadhin News Logo
শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, আটক ২

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৭, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তার ছোট ভাই স্থানীয় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– আব্দুল জলিলের সমর্থক রানা মিয়াসহ চার জন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচরের বাসিন্দা আব্দুর রউফ এবং তার ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ইউনিয়নের বালুমহাল নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের জেরে গত রাত সাড়ে ৮টার দিকে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ান। একে অপরের ওপর ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি বাড়িঘরে আগুন দেওয়া হয়। এ সময় আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও ইট-পাটকেল ছোড়া হয়। পরে উভয় পক্ষ লুটপাটের অভিযোগ করেছে। এতে অন্তত ৫টি ঘর আগুনে পুড়েছে এবং ৪ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহত আব্দুল জলিলের সমর্থক হিসেবে পরিচিত রানা মিয়া বলেন, ‘আমাদের পক্ষের লোকজনের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

অভিযোগ করে আব্দুল জলিল বলেন, ‘রউফ গ্রুপ আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ও মালামাল লুট করেছে।’

পাল্টা অভিযোগ করে আব্দুর রউফ বলেন, ‘জলিল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারধর করে। এ ঘটনায় জলিল গ্রুপই জড়িত, আমাদের ফাঁসানো হচ্ছে।’

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, ‘পূর্ব বিরোধের জেরে বিএনপির দুই নেতার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে একে অপরের বাড়িতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ইট-পাটকেলও ছুড়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুগ্রুপের প্রধান আব্দুর রউফ ও জলিলকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

সর্বশেষ - আন্তর্জাতিক