‘শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক। এনসিপিই আগামী দিনের সরকার গঠন করবে। আগামী নির্বাচনের ভোট নির্ধারণ করবে আগামী ৫০ বছরের বাংলাদেশ কেমন হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম ভোটারদের উদ্দেশে এ কথা বলেছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে জনতার উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে এনসিপি নেতা মাহবুব আলম বলেন, ‘একটি দল এসে বলবে, তাদের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। এই ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। যারা আপনাদের সম্মান অস্বীকার করবে, তাদের ভোট দেবেন না।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের পরিবর্তনের একটি সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি, মুজিবীয় দুঃশাসন ও একদলীয় শাসন ব্যবস্থা। ২০২৪ সালেও পরিবর্তনের সুযোগ এসেছে, এবার আমরা কোনও মাফিয়া বা দুর্নীতিবাজ দলকে সেই সুযোগ নষ্ট করতে দেবো না। আমাদের নতুন করে ভাবতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে।’
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন– এনসিপির রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী মাহবুবুর নবী টিটু, আরিফ সোহেল, হাসিবুর রহমান রাফি ও চন্ডিপুর ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে।














