কক্সবাজারের উখিয়া বাজারের বিজয় মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ৩টায় কৃষি ব্যাংক উখিয়া শাখার ভবনের পাশে বিজয় মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় ঝাঁপিয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী। কিন্তু আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘উখিয়া বিজয় মার্কেটে আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ সেনাবাহিনী কাজ করছে।
‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
বাজারের দোকানদার আব্দুল কাদের বলেন, ‘হঠাৎ মার্কেটে আগুন লাগে। এ সময় মার্কেটে বিস্ফোরিত হয় গ্যাসের সিলিন্ডারও। তাই জনগণ চেষ্টা করেও শুরুতে আগুন নেভাতে গিয়েও পিছু হটে। এখন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।















