ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি হামলা চালিয়ে এ ভাঙচুর করেছেন।
নাসের শাহরিয়ার জাহেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন—কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। ঘনিষ্ঠজনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রার্থী হওয়ার সংবাদ শেয়ার করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।
বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান বলেন, ‘মাগরিবের আজানের সময় ১০ থেকে ১২ জন লোক হঠাৎ বাড়িতে ঢোকার চেষ্টা করেন। দুজন ভেতরে ঢুকে তিনটি মোটরসাইকেল, চেয়ার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং আমাকে মারধর করেন। বাড়ির মধ্যে আরেকটি ফটক ভেতর থেকে তালা লাগানো থাকায় মূল ভবনে প্রবেশ করতে পারেননি তারা। বাইরে ভাঙচুর করে চলে গেছেন।’
জেলা আওয়ামী লীগের এই সহসভাপতি গত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য হন। আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণকে জুলাই আন্দোলনকারীরা ভালোভাবে নিচ্ছেন না। তারা বিভিন্ন সভা-সেমিনারে শাহরিয়ার জাহেদীর নির্বাচনে অংশগ্রহণকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছেন।
নাসের শাহরিয়ার জাহেদী পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মণ্ডল (নাসের শাহরিয়ার জাহেদী) সাহেবের পরিবারের সবাই ঢাকায় থাকেন। বাড়িতে তেমন কেউ থাকে না বলে বাড়ির নিরাপত্তাব্যবস্থা বর্তমানে শিথিল রয়েছে। সন্ধ্যার দিকে হঠাৎ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে। মণ্ডল সাহেব চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
















