গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের পাশের এম টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোলবোমা ও এক বোতল পেট্রোলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) ভোরে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিম (২৫) এবং তুরাগ থানার হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৩)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘শনিবার রাত ৩টার দিকে ওই দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি করে একজনের কাছ থেকে একটি পেট্রোলবোমা ও আরেকজনের কাছ থেকে একটি ৩৩০ মিলি পানির বোতলভর্তি পেট্রোল উদ্ধার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারাসহ আরও অনেক দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে ১৭ তারিখে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
















