Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

প্রতিবেদক
Nirob
জুলাই ৩, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় এভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ও পুশইন করা ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। 

এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১, জুড়ী দিয়ে ১০, কুলাউড়া দিয়ে ২১, শ্রীমঙ্গল দিয়ে ১৯ ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এ ছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে ৪৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহলদল আটক করে। এর মধ্যে পুরুষ ১৫, নারী ১৫ ও শিশু ১৮ জন।

বিজিবি জানায়, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরে তাদেরকে ভারতের বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানায়। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক